ঢাকা ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষকলীগ নেতা মোতালেব গ্রেফতার

সিরাজগঞ্জে কৃষকলীগ নেতা মোতালেব গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কৃষকলীগের নেতা আব্দুল মোতালেবকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার সুবর্ণগাঁতী গ্রামের তারা সরকারের ছেলে এবং উপজেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিতিত্তে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিকনির্দেশনায় শুক্রবার সকালে বিশেষ অভিযান চালিয়ে একই এলাকার মাজেমমোড় থেকে সন্ত্রাসী তালিকাভ’ক্ত ওই কৃষকলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যাসহ ৩টি মামলা রয়েছে। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত